| রবিবার, ২১ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 238 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের অায়োজনে নাশকতা-সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২১ অাগস্ট সুর সম্রাট ওস্তাদ অালাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূঞার সভাপতিত্বে অালোচনা সভায় বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, কিছু বিপথগামী ধর্মের অপব্যাখ্যা দিয়ে নিরীহ মানুষ হত্যা করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। স্কুল-কলেজের শিক্ষার্থীদের জঙ্গি কার্যক্রম থেকে সতর্ক থাকতে হবে।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর।
অালোচনা সভা শেষে জঙ্গিবাদের বিরুদ্ধে উদ্বুদ্ধকরণ চলচ্চিত্র প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।