ডেস্ক ২৪ | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 724 বার
নারী ধূমপানকারী দেশের তালিকার র্শীষস্থান দখল করেছে বাংলাদেশ।এ তালিকার দ্বিতীয় স্থানে রেয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়েয়িয়া ইনস্টিটিউট অব পাবলিক হলেথের এক প্রতিবেদেন এ তথ্য উঠে এসেছে।
ক্রোয়েশেয়া ইনস্টিটিউট অব পাবলিক হলেথরে প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোয়েশেয়ার ১৫ বছরের র্ঊধ্বে অন্তত ৩১ শতাংশ নাগরিক ধূমপান করে। এ হিসেবে দিনে প্রত্যেকই ১৬টি সিগারেট ধূমপান করে। এজন্য প্রতিমাসে মাথাপিছু ৭০ ইউরো দরকার হয় তাদের।
প্রতিবেদেন আরও বলা হয়েছে, প্রতিবছর শুধুমাত্র ধূমপানের কারণে ক্রোয়েশয়ার তনি হাজার মানুষরে প্রাণহানি ঘটে। এছাড়া ২২টি ধূমপায়ী দেশের তালিকায় ক্রোয়শেয়া বিশেব সপ্তম। দেশেটিতে প্রায় তিন বিলিয়েন লোক ধূমপান করে। পোল্যান্ড এবং রোমানিয়া এই তালিকায় ক্রোয়েশেয়ার আগে অবস্থান করছে।