স্টাফ রিপোর্টার | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০১৭ | পড়া হয়েছে 171 বার
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেনের দিক-নির্দেশনায় এসআই ইশতিয়াক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত্রে বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার নন্দনপুর এলাকা থেকে মোটর সাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের (উত্তরপাড়া) এলাকার রমজান মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (২৫) এবং আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের (নোয়াগাঁও) এলাকার মৃত মাজু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৬)। এ সময় তাদের কাছ থেকে একটি নাম্বার বিহীন চোরাই হিরো হোন্ডা সিবিজেড মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ ব্যাপাওে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অত্র থানার আইন শৃঙ্খলার স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।’