স্টাফ রিপোর্টার : | সোমবার, ০২ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 414 বার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসারে সাংবাদিক মো. শামীম উন বাছিরের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার দিনের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার সদর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার বিকেল পাঁচটার দিকে শামীম উন বাছির নরসিংসারের দক্ষিণপাড়ার বাড়িতে গিয়ে দেখতে পান পশ্চিম ভিটির ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে। এসবের মধ্যে রয়েছে, একটি ওভেন, একটি প্রেসার কুকার, দুইটি সিসি ক্যামেরা। তবে কে বা কারা এসব চুরি করে তা জানা যায় নি।