নবীনগর সংবাদদাতা : | শনিবার, ০১ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 385 বার
নবীনগর থানার পুলিশ গত বৃহষ্পতিবার রাতে পৌর এলাকার মনুবাবুর ঘাটে অভিযান চালিয়ে মাদকসেবনকালে ১২ মাদকসেবীকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার ওয়ারুক গ্রামের সেলিম, শামছুল ইসলাম, আজিজুল ইসলাম, কবির ফকির, আ: রহিম, জামাল, মোখলেছ মিয়া, ফিরোজ, মোবারক হোসেন, মুক্তার হোসেন, মনির হোসেন, মালু মিয়া। ৩১ মার্চ শুক্রবার দুপুরে মাদকসেবনকারীদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মৌসুমী বাইন হীরা প্রত্যেককে মাদকসেবনের অভিযোগে ১ হাজার টাকা করে জরিমানা করেন। অপরদিকে গত বৃহষ্পতিবার বাইশমৌজা লঞ্চঘাটে উপজেলার চিত্রি গ্রামের মজিবুর রহমান চৌধুরীর ছেলে কাজল হোসেন (২২) কে মাদকসেবনকালে হাতেনাতে আটক করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মৌসুমী বাইন হীরা। পরে ওই মাদকসেবীকে মাদকসেবনের অভিযোগে ৬ মাসের বিনাশ্রম জেল প্রদান করে।