| শনিবার, ১৩ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 662 বার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছামীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম স্কুল ভবনের স্থাপিত ল্যাব এর নাম ফলক উন্মোচন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ কাউছার বেগম জানান ১৭টি ল্যাপটপ নিয়ে এ ল্যাব চালু করা হয় এবং গত ১ আগষ্ঠ থেকে বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস শুরু হয়। শনিবার থেকে বৃহসপতিবার পর্যন্ত প্রতিদিন ৬টি মাল্টিমিডিয়া ক্লাস করা হয়। এ সময় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, সাংবাদিক ও সুধিসমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।