নবীনগর প্রতিনিধি : | সোমবার, ১৯ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 303 বার
অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে উদ্ধারকৃত অজ্ঞাত কঙ্কালের রহস্য উদঘাটন হয়েছে। সে সাথে হত্যার সাথে জড়িত মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নবীনগর উপজেলার সোহাতা কানাবাড়ী মোড় থেকে অজ্ঞাত লাশের কঙ্কাল পাওয়া গিয়েছিল গত বছরের নভেম্বর মাসে।
দীর্ঘ দিন পর বিভিন্ন তথ্যের ভিত্তিতে নবীনগর থানা পুলিশের চেষ্টায় কঙ্কালের রহস্য উদঘাটন হয়। একই সাথে হত্যার মূল হোতা নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মেহেদি হাসানকে (২২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদি হাসান এর কাছ থেকে অজ্ঞাত লাশের জীবদ্দশায় ব্যবহৃত কালো রং এর মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। তারা আরো জানান, গ্রেফতার মেহেদীর স্বীকারোক্তিতে বলেন উদ্ধারকৃত মোটর সাইকেল এর জন্যে বন্ধু মাহিত হাসানকে নবীনগর এনে হত্যা করে। নিহত মহিত ঢাকা জেলার মধ্য বাড্ডা এলাকার কবির মিয়ার ছেলে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আসলাম শিকদার জানান, গ্রেফতারকৃত মেহেদীকে জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনার বিষয়ে সে স্বীকারোক্তি দেন। এ ঘটনায় কঙ্কালের উদ্ধার হওয়ার পরই সাধারণ ডায়েরী হয়েছিল। এখন নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামি মেহেদি আদালতে নিজেকে ঘটনার বিষয়ে সম্পৃক্ত করে জবানবন্দি দিয়েছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |