ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 749 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন গরু চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই গরু উদ্ধার করা হয়।
গত রবিবার রাতে উপজেলার মেরাতলী গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালীসীমা গ্রামের মোঃ মজিবর রহমান-(৪৫), একই এলাকার মোঃ সাচ্চু মিয়া-(৪৫) এবং নবীনগর উপজেলার মেরাতলী গ্রামের মোঃ রুবেল মিয়া-(২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নবীনগর থেকে ৪টি গরু ব্রাহ্মণবাড়িয়া নেওয়ার পথে উপজেলার মেরাতলী গ্রামের কেন্দার খাল ট্রলার ঘাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ টি গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ পিপিএম’র সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে গতকাল সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |