নবীনগর প্রতিনিধি : | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 101 বার
ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটালের আওতায় এনে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নবীনগরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৩) এর আওতায় উপজেলার ১৩৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার উপজেলার সভা কক্ষে এ ল্যাপটপ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মদ, আ’লীগের যুুগ্ম সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, প্রেস ক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক কাউছার আহমেদ প্রমুখ।