নবীনগর প্রতিনিধি : | বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮ | পড়া হয়েছে 148 বার
টেকশই উন্নয়ন, স্বাস্থ্য সম্মত স্যাটিশেন এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও নবীনগর পৌরসভার যৌথ আয়োজনে এবং ব্র্যাক এর ওয়াশ কর্মসূচির সহযোগিতায় ২৪ অক্টোবর বুধবার সকালে উপজেলা পরিষদ গেট থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, পৌর মেয়র মাঈন উদ্দিন মাইনু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকাররম হোসেন, সাংবাদিক দেলোয়ার হোসেন ও দিপু আহমেদ প্রমুখ।