নবীনগর প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 415 বার
রাগের মাথায় জোবেদা খাতুন নামে নিজের চার বছর বয়সী কন্যাসন্তানকে আছাড় দিয়ে হত্যা করেছেন এক রিকশাচালক বাবা।
গত বুধবার ১৬ই নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা দক্ষিণপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে জোবায়ের নামে ওই রিকশাচালক পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানায়, আর্থিক অসচ্ছলতার কারণে জোবায়েরের স্ত্রী চট্টগ্রামে এক বাসায় গৃহকর্মীর কাজ করেন। এজন্য ছয় বছর বয়সী ছেলে ও চার বছর বয়সী মেয়েকে লালন-পালন করতে মায়ের কাছে রেখে যান।
বুধবার সন্ধ্যায় জোবায়ের তার শাশুড়ির কাছ থেকে ছেলে ও মেয়েকে বাড়িতে নিয়ে যান। এ সময় মেয়েটি ঘরে থাকা মোড়ায় বসতে গেলে সেটি বেঁকে গিয়ে ব্যথা পেয়ে কান্না শুরু করে। এতে জোবায়ের ক্ষিপ্ত হয়ে শিশুটিকে চড়-থাপ্পড় মারতে থাকেন। এতে শিশুটির চিৎকারের মাত্রা বেড়ে গেলে জোবায়ের শিশুটিকে দুই হাতে উপরে তুলে আছাড় মারে। আঘাতে শিশুটির নিচের দাঁতের পাটি ভেঙে উপরে ঢুকে যায়। এতে কয়েক মিনিটের মধ্যেই জোবেদা মারা যায়।
স্থানীয় শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, ঘটনার পর থেকে জোবায়ের পলাতক রয়েছেন।