নবীনগর প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 116 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর ২০২০) দুপুরে উপজেলার বীরগাঁও ইউনিয়নের উত্তর দাশকান্দি গ্রামের মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। পড়নে কালো রংয়ের বোরকা ছিল। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য তার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।