প্রতিনিধি: | সোমবার, ১৪ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 501 বার
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস ও নবীনগর প্রাত:ভ্রমণ এসোসিয়েশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে আজ প্রত্যুষে নবীনগর সরকারি কলেজ মাঠ থেকে প্রাত:ভ্রমণের অর্ধ শতাধিক সদস্য এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ডাক বাংলো সড়কের সামনে এসে এক পথসভা করে।
সংগঠনের প্রতষ্ঠাতা সভাপতি ডা: সাদেক মিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জহির উদ্দিন চৌধুরী শাহান, শেখ নুরুল ইসলাম, আজিজুর রহমান, শফিকুল ইসলাম ও আবদুল মান্নান ভুইয়া রেনু।