প্রতিনিধি | রবিবার, ১০ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 297 বার
গত শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল উত্তরপাড়ার বিদ্যুৎস্পর্শে বিজিবি’র সুবেদার উসমান মিয়া (৫৯) নিহত হয়েছে। জানা যায়, এলপিআর এর ছুটিতে আসা বিজিপির সুবেদার উসমান মিয়া সকালে বাড়িতে টেবিল ফ্যান লাগানোর সময় বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়। প্রতিবেশীরা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।