নবীনগর প্রতিনিধি: | রবিবার, ২৭ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 393 বার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ২৬ নভেম্বর উপজেলার পাইলট মডেল স্কুল প্রঙ্গনে দিনব্যাপী এ মেলার অনুষ্ঠিত হয়। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানিদের অংশ গ্রহনে অনুষ্ঠিত বিজ্ঞান মেয়ার উদ্বোধন করেন স্থানিয় সাংসদ ফয়জুর রহমান বাদল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ ফয়জুর রহমান বাদল,উপজেলা চেয়াম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, পৌরমেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন মাঈনু, স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাক্তার মো: ইউনুছ মিয়া, অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম,সহকারি কমিশনার (ভূমি) মো: ওয়ালিউল হাসান, (অসি তদন্ত) মেজবা উদ্দিন আহম্মেদ, প্রধান শিক্ষক মো. আবু মোছা, মাধ্যমিক শিক্ষক নেতা মোর্শেদুল ইসলাম লিটন প্রমূখ। পরে অতিথিগন মেলার ১৫টি ষ্টল ঘুরে দেখেন।