নবীনগর ব্রাহ্মণবাড়িয়া | রবিবার, ২৩ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 528 বার
বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড’ শীর্ষক সচেতনতামুলক কর্মশালা শনিবার ২২ অক্টোবর দুপুরে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জি: শফিকুল ইসলাম, পৌর মেয়র মো: মাঈনউদ্দিন মাইন, সহকারি কমিশনার (ভুমি)ওয়ালীউল হাসান, ওসি ইমতিয়াজ আহম্মেদ , ইউজেডজিপি জেলা ফেসিলেটর মো: আব্দুল্লা আল মোজাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসেনা বেগম, প্রধান শিক্ষক কাউছার বেগম।
প্রধান অতিথি বলেন, শীঘ্রই ব্রাহ্মণবাড়িয়াকে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষনা করা হবে । প্রশাসনকে বাল্যবিবাহ এবং যৌন হয়রানি প্রতিরোধে কঠোর হস্থে দমন করার নির্দেশ দেন।