| শনিবার, ০১ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 486 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার গোপালপুর বিলে। নিহতের নাম ইয়ার হোসেন- (২০)। তিনি নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের আবুল ফায়েজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে ইয়ার হোসেন গোপালপুর বিলে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে ইয়ার হোসেন গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহম্মেদ জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।