নবীনগর প্রতিনিধি : | সোমবার, ১২ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 193 বার
হাতের মেহেদীর রং মুছে না যেতেই বিয়ের মাত্র এক মাসের মধ্যেই নিজের বাড়িতে ওরনা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নববধূ শান্তা আক্তার। শনিবার সন্ধ্যায় ওই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শান্তা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মধ্য পাড়ার মো. মোতালিব মিয়ার মেয়ে।
১১ নভেম্বর রবিবার সকালে ওই নববধূর মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানায় পুলিশ। নববধূর স্বজনরা জানায়,একমাস আগে পাশ্ববর্তী বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের আক্তার মিয়ার সাথে এক মাস পূর্বে শান্তা আক্তারের বিয়ে হয়। এব্যাপারে নবীনগর থানার ওসি তদন্ত রাজু আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।