নবীনগর প্রতিনিধি : | বুধবার, ২৮ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 147 বার
নবীনগর উপজেলার শ্রীরামপুর শিবির পাড়া এলাকায় ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে আব্দুর রহিম (১০) নামে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৮.০৩.২০১৮) সকালে ওই এলাকার পশ্চিমের বিলে হাল চাষের সময় ওই শিশু ট্রাক্টরের চাপায় পিষ্ট হলে ঘটনাস্থলে সে প্রাণ হারায়।
সে শ্রীরামপুর মধ্য পাড়ার প্রবাসী মোঃ হানিফ মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, সকালে হাল চাষের সময় আব্দুর রহিম ট্রাক্টরে উঠার বায়না ধরলে ট্রাক্টরের চালক তাকে নিয়ে হাল চাষ করার সময় আকস্মিক ছিটকে পরে যাওয়ায় তার এ করুন মৃত্যু হয়।