ষ্টাফ রিপোর্টার | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 759 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৩৫ লিটার চোলাইমদ, মাদক বহনকারী একটি ইঞ্জিন চালিত নৌকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার রাতে পৌর শহরের করিম শাহ মাজার সংলগ্ন তিতাস নদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মোঃ আল-আমিন- (২৫)। তিনি উপজেলার বগডহর আলগাহাটির মরহুম মন মিয়ার ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ পিপিএম’র সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে গতকাল
সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।