প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৫ মে ২০১৬ | পড়া হয়েছে 688 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় পারুল বেগম নামে এক গৃহবধূর লাশ গত বুধবার সকালে উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আফজাল মিয়ার স্ত্রী। নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভাত রান্না নিয়ে মঙ্গলবার রাতে শাশুড়ির সঙ্গে অভিমানের ঝের ধরেই পারুল বেগম আত্মহত্যা করে থাকতে পারেন। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।