নবীনগর প্রতিনিধি : | সোমবার, ১৬ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 113 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়ায় আজ রবিবার (১৫.০৪.২০১৮) দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতবাড়ি ভষ্মিভূত হয়েছে।
বৈদ্যুতিক সর্টসার্কিট হতে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডে মোঃ উসমান মিয়ার দুইটি বসতঘর ও জসু মিয়া একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোঃ উসমান মিয়া জানান দুপুরের খাবারের পর আমরা বিছানায় শুয়ে টিভি দেখছিলাম। হটাৎ পুরোঘর ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। প্রাণ বাঁচাতে চিৎকার করে স্ত্রী-সন্তান সহ বাইরে বেরিয়ে আসি।মুহুর্তেই আগুনের লেলিহান শিখা আমার দুটি ঘর ও পাশা-পাশি অবস্থিত জসু মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হলেও তিনটি ঘর সম্পুর্ণ ভষ্মিভূত হয়ে গেছে।অগ্নিকান্ডে ঘরে রক্ষিত নগদ ১ লক্ষ টাকা, আসবাবপত্র সহ গৃহস্থালির ব্যবহৃত সকল মালামাল ভস্মিভুত হয়ে গেছে।