নবীনগর প্রতিনিধি | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 518 বার
নবীনগর উপজেলা গণগ্রন্থাগারটি সংস্কারের অভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে এটি পুণরায় চালু করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম গণগ্রন্থাগারের সংস্কার কাজ শেষে গত রবিবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রন্থাগারের বই প্রদান করেন গ্রন্থাগার পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক মাহাবুব আলম লিটন ও সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র মো. ইসমাইল হোসেন। বই ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করেন প্রভাষক সৈয়দ হোসেন, মোহাম্মদ হোসেন শান্তি, আব্বাস উদ্দিন হেলাল, শিক্ষক আবু কাউছার। এ সময় সাহিত্য সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।