| রবিবার, ১১ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 132 বার
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির বলেছেন, আমাদের আজকের শিশু-কিশোর দেশের যোগ্য করে গড়ে তুলতে হবে। শিক্ষার জন্য সুষ্ঠু পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া নতুন প্রজন্মকে আমাদের লোক সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা দরকার। তিনি লোক সংস্কৃতির ঐতিহ্যের ধারায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহবান জানিয়ে বলেন, আসিফ টিউটোরিয়াল এন্ড হাই স্কুল তাদের শুভ যাত্রায় আমাদের লোকজ ঐতিহ্যের যে পিঠা উৎসব করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এখানে এসে বৈশাখী মেলার যে পরিবেশ এবং আনন্দ তাই উপভোগ করেছি। এতে আমি আনন্দিত। তিনি এমনই আয়োজনের মাধ্যমে লোকজ ঐতিহ্যকে সমৃদ্ধ এবং শিশু-কিশোর সঠিক শিক্ষায় গড়ে তুলার আহবান জানান।
তিনি গতকাল আসিফ টিউটোরিয়াল এন্ড হাই স্কুলের নতুন শাখার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, সাংবাদিক আল আমিন শাহীন, উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, হুমায়ুন কবির বিদ্যানিকেতনের অধ্যক্ষ জিন্নাত আরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিবর্ধন রায় ইমন।