| বৃহস্পতিবার, ০২ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 122 বার
আগামী ১০ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। এ উপলক্ষে গত বুধবার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দুদক কুমিল্লা সম্বন্বিত কার্যালয়ের উপ পরিচালক আবুল কালাম আজাদ, সহকারী জেলা শিক্ষা অফিসার শামীম আরা সুলতানা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু, সদর উপজেলা শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য প্রমুখ। সভায় দুদকের কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কর্মসূচী বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেস বিজ্ঞপ্তি ;