| সোমবার, ১২ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 85 বার
রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের উদ্যোগে গরীব ও দুঃস্থ রোগীদের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। ১১ নভেম্বর রবিবার সকাল ৯টায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর গ্রামের মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের ফ্রি মেডিকেল ক্যাম্পের আহবায়ক রোটারিয়ান পিপি ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ মনির হোসেন, রোটারিয়ান পিপি ডাঃ এফ. জামান, রোটারিয়ান পিপি জসিম উদ্দিন, রোটারিয়ান পিপি ইঞ্জিঃ আমানুল্লাহ্ বাহার, রোটারিয়ান পিপি আনিছুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান হুমায়ুন কবির প্রমুখ।
আমন্ত্রিত চিকিৎসক ছিলেন ডাঃ আশরাফুল, ডাঃ জাকারিয়া।
দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে পাঁচজন চিকিৎসক সুহিলপুর ইউনিয়নের কাশিনগর গ্রামের কয়েক শতাধিক গরীব ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও তাদের মধ্যে ঔষধ বিতরণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি