ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 134 বার
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ব্রাহ্মণবাড়িয়া জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দোলোয়ার হোসেন দীলিপকে আহবায়ক ও মোল্লা সালাউদ্দিনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল ৫১ সদস্য এই কমিটি অনুমোদন দেন।
গত শনিবার বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গনমাধ্যম কমীদেরকে এই তথ্য জানানো হয়।
৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মোঃ আরমান, মোঃ আক্তার হোসেন, আনিছুর রহমান জুয়েল, সৈয়দ ওয়াকিউর রহমান, আব্দুল জলিল, মনিরুজ্জামান খোকন, মোঃ আক্তার হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম ও মাহফুজুুর রহমান পুষ্পকে যুগ্ম আহ্বায়ক ও বাকীদেরকে সদস্য করা হয়েছে।