অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 569 বার
দীর্ঘ এক বছর পর তৃণমূল রাজনীতিতে ফিরছে বিএনপি। কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণার পর দলটির মনোযোগ এখন জেলা-মহানগরের সাংগঠনিক পুনর্গঠনে। মাঠপর্যায়ের সাংগঠনিক চিত্র নিয়ে প্রতিবেদন জমা দিতে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকটি বিভাগের সাংগঠনিক রিপোর্ট জমা পড়েছে। বাকি বিভাগগুলোকেও খুব শিগগিরই জমা দিতে তাগাদা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে কোরবানির ঈদের পর তৃণমূল পুনর্গঠনে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। তবে ঈদের আগেই কয়েকটি জেলার কাউন্সিল করার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।