| সোমবার, ২১ মে ২০১৮ | পড়া হয়েছে 116 বার
শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরের মঞ্চে তিতাস ললিতকলা একাডেমীর উদ্যোগে আজ সোমবার (৪ রমজান) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তিতাস ললিতকলা একাডেমীর সভাপতি সেহেলী মাসুদ, বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট কন্ঠ শিল্পী আলী মোসাদ্দেক মাসুদ, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, বিশিষ্ট শামীমা বাছির স্মৃতি, শ্রমিক নেতা হাজী জসিম উদ্দিন জমসেদ, আবিদুর রহমান দেওয়ান, উম্মে হেনা সেতু, অনু পারভীন, কন্ঠ শিল্পী মোহাম্মদ হোসেন, ফারুক আহমেদ ফারুল, তফাজ্জল হোসেন জীবন, কিবরিয়া চিশ্তি, পাপিয়া চৌধুরী, দেবাশীষ দেবু, শাহজাহান, বাবুল মালাকার, মোঃ হোসেন সরকার, মোঃ শফিকুল ইসলাম, দিলসাদ, মিতালী বিশ্বাস, রানী দেবী, লিন্ডা, মোঃ ফরিদ আহমেদ সাগর, শাহাবুদ্দিন মোল্লা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন তিতাস ললিতকলা একাডেমীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তৌছির।
ইফতার পুর্ব বিশিষ্ট কন্ঠ শিল্পী আলী মোসাদ্দেক মাসুদের সুস্থতা কামনাসহ মুসলিম উম্মাহর শান্তি কামনা মোনাজাত করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি