আশুগঞ্জ প্রতিনিধি : | শনিবার, ৩১ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 121 বার
তথ্য ও প্রযুুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, তথ্য প্রযুক্তি ব্যবহারে শিক্ষার্থীরা এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে। তাই শিক্ষার্থীদের এগিয়ে নিতে সবধরনের সহায়তা করছে বতর্মান সরকার। গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর চারতলা আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাস রুমের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ভিশন ২০২১ বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে সকলকে কাজ করার আহবান জানিয়েছেন তিনি। এ সময় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা মৌসুমী বাইন হিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার, আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈশা খান ও জিন্নাহ খন্দকার, জাকির হোসেন সহ বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে তিনি আলাল শাহ মাজার সংগলœ কবরস্থানে তাঁর প্রয়াত নানা হাজী আনছর আলী ও নানী কুতুবুন্নেছা এর কবর ও আলাল শাহ মাজার জিয়ারত করেন।