| শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 229 বার
বাঙলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর সর্বস্তরের নাগরিকগণকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন, বাঙলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির নিজস্ব শেকড়। আমাদের কর্মে ও মননশীলতায় নান্দনিকতা সৃষ্টির মাধ্যমে পুরাতন সকল জ্বীর্ণতাকে পেছনে ফেলে নতুন স্বপ্নে উদ্দীপ্ত হয়ে জীবন গড়ার মন্ত্রে দীক্ষিত হবার আহবান নিয়ে আসে নতুন বছর। তিনি এক বিবৃতিতে বলেন, বাঙলা নববর্ষ সকল মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। তিনি জেলার সর্বস্তরের নাগরিকগণের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি