পটুয়াখালী প্রতিনিধি : | শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭ | পড়া হয়েছে 132 বার
পটুয়াখালীর বাউফল থানাধীন তেতুলিয়া নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৬ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
জেলার কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
শুক্রবার (১৩.১০.২০১৭) বিকেল ৩টার দিকে বাউফলের হাজিরহাটের তেতুলিয়া নদীর মধ্যবর্তী স্থানে প্রবল স্রোতের কারণে ৬ যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়।
খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা তাদের উদ্ধার করে।
প্রাথমিক চিকিৎসা শেষে তাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার ডিসকন চৌধুরী।