ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | বুধবার, ১৫ জুলাই ২০২০ | পড়া হয়েছে 225 বার
ব্রাহ্মণবাড়িয়ায় বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে নিজস্ব অর্থায়নে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের তিনটি পরিবারকে টিউবওয়েল প্রদান করেছেন সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সুহিলপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মোঃ মহসিন খন্দকার। বুধবার বিকেলে ঘাটুরা গ্রামের খন্দকার মার্কেটের সামনে তিনি এই টিউবওয়েল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বদরুল আলম খন্দকার ও ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জীবন খন্দকার। ইউপি সদস্য মোঃ মহসিন খন্দকার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের বাসিন্দা ও সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুক্তিযোদ্ধা মরহুম লালু মিয়া খন্দকারের ছেলে।
এর আগেও করোনা পরিস্থিতিতে মহসিন খন্দকার ও তার স্ত্রী শাম্মী খন্দকার সুহিলপুর ইউনিয়নের দুইটি ওয়ার্ডের কর্মহীন ও অসহায় আড়াই হাজার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া তিনি তার মালিকানাধীন খন্দকার মার্কেটের ৮টি দোকান ও বাড়ির দুইটি ফ্লাটের ভাড়াটিয়াদের দুই মাসের ভাড়া মওকুফ করে দেন ও ঘাটুরা গ্রামের দুটি অসহায় পরিবারের মধ্যে দুটি টিউবওয়েল বিতরণ করেন।
এ ব্যাপারে মোঃ মহসিন খন্দকার বলেন, দুর্যোগেই মনুষত্বের পরিচয়। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার ও গণমানুষের নেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নির্দেশনা ও অনুপ্রেরণা এবং নিজের সামাজিক দায়িত্ববোধ থেকেই তিনি সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন।