| সোমবার, ২৭ জুলাই ২০২০ | পড়া হয়েছে 184 বার
বর্ষার পানি নিষ্কাশনের সুবিধার্থে ও সৌন্দর্য্যবর্ধনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর টাউনখালের কচুরিপানা পরিস্কার-পরিচ্ছন্নতাকরণের লক্ষ্যে এক বিশেষ অভিযান সোমবার (২৭শে জুলাই, ২০২০) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত বিশেষ অভিযানের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈধ্য, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ্ আল বাক্কী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব মোঃ সামছুদ্দিন, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ। উদ্বোধন শেষে থানাঘাট থেকে শুরু করে সমগ্র খালের কচুরিপানা পরিস্কার কার্যক্রম পরিচালনা করা হয়।
বার্তা প্রেরক
মোঃ শাহজাদা