| বুধবার, ৩১ অক্টোবর ২০১৮ | পড়া হয়েছে 84 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলা বেকারী মালিক সমিতির সভা ৩০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় শহরের বিরাসারে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়েরের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (দুলাল), মোঃ হামদু মিয়া, সহ-সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, সদস্য নজরুল ইসলাম, আবু নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বেকারীর সমস্যাদি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়াও বেকারীতে অতিরিক্ত গ্যাস ব্যবহার না করে গ্যাস কোম্পানীর নিয়ামানুসারে স্বল্পহারে গ্যাস ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয়।-প্রেস বিজ্ঞপ্তি