| রবিবার, ৩০ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 112 বার
কসবা উপজেলার বিনাউটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. ইসমত আরা সুলতানার বড় ভাই বাবুল মোহাম্মদ শফিকুল হক (৫০) গত ২৭ অক্টোবর সকাল ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজবাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিলাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান কচি ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন (জহির)।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)