| রবিবার, ২০ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 147 বার
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন উপজেলার সমন্বয়ে ১৫টি সাধারণ ওয়ার্ড এবং ৫টি সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডে সদস্যপদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদেরকে, সভাপতি জেলা স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ বরাবরে প্রার্থীর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও নির্ধারিত জামানতসহ (যে ওয়ার্ড থেকে মনোনয়ন প্রত্যার্শী) ওয়ার্ড নম্বর উলেখপূর্বক লিখিত দরখাস্ত আগামী ২১ নভেম্বর সোমবার বিকাল ৫টার মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নিকট জমা দিতে হবে। সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।
নির্ধারিত সময়ের পর কোন আবেদন পত্র গৃহীত ও বিবেচিত হবে না।
বার্তা প্রেরক
গোলাম মহিউদ্দিন খান খোকন
যুগ্ম সাধারণ সম্পাদক
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ