| শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ | পড়া হয়েছে 188 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক প্রয়াত বিষ্ণুপদ দেব এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির উদ্যোগে এক শোকসভা গত ১১ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমানের চেম্বারে অনুষ্ঠিত হয়েছে। জেলা নাগরিক কমিটির সভাপতি ডাঃ মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. হাবিব উল্লাহ্’র পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সহ সভাপতি ইস্কান্দার মিয়া, হাজী আব্দুস সালাম, সাঈদুর রহমান সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক এড. এম এ মালেক, এহছানউল্লাহ্ মাসুদ, পৌর নাগরিক কমিটির সভাপতি এড. মকবুল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ভূইয়াসহ জেলা নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা প্রয়াত বিষ্ণুপদ দেব’র জীবন শীর্ষক আলোচনা করেন। সভাশেষে প্রয়াত আত্মার শান্তি ও সদগতি কামনার্থে দোয়া করা হয়। উল্লেখ্য, ২০১৮ সালের ১১ ডিসেম্বর, কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় বিষ্ণুপদ দেব (৬৫) ও তার স্ত্রী অঞ্জনা রাণী দেব (৫৫) নিহত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)