স্টাফ রিপোর্টার | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ | পড়া হয়েছে 223 বার
শহরের হালদারপাড়ার বাসিন্দা মরহুম ছিদ্দিকুর রহমানের সহধর্মীনি ও জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ শাহআলম ওরফে আলমের মাতা মোছাঃ সেলিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)।
বৃহস্পতিবার (২৬ডিসেম্বর ২০১৯) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হালদারপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমার নামাজে জানাযা আজ শুক্রবার বাদ জুম্মা শেরপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। নামাজে জানাযা শেষে তাঁর লাশ শেরপুর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।