স্টাফ রিপোর্টার | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭ | পড়া হয়েছে 89 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এবং নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন বৃহস্পতিবার (২৮.১২.২০১৭) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ আলমগীর মিয়া (মোরগ) ও মোঃ জালাল উদ্দিন জালাল (ফুটবল)। নির্বাচনে মোঃ আলমগীর মিয়া ৬২৮ ভোট পেয়ে বে-সরকারিভাবে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বি জালাল উদ্দিন জালাল ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৮৮ ভোট। এই ওয়ার্ডের সদস্য জহিরুল হকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
নবীনগর উপজেলা নির্বাচন অফিসার (চলতি দায়িত্ব) ও রিটার্নিং অফিসার মোঃ আরশেদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
অপরদিকে নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ ফুলবাহার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোরগ প্রতীকের চেরাগ আলী পেয়েছেন ৫৬৩ ভোট। ভোট গ্রহণ ও গণনা শেষে বিকালে প্রিজাইটিং অফিসার মোঃ শাহজাহান ভুইয়া মোঃ ফুলবাহারকে বিজয়ী ঘোষণা করেন। উল্লেখ্য এই ওয়ার্ডের সদস্য আবদুল মালেকের মৃত্যুতে পদটি শূণ্য হয়।