নাসরিনগর প্রতিনিধি : | রবিবার, ২৫ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 182 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে জুয়া খেলার প্রতিবাদ করায় এক যুবলীগ নেতাকে প্রাণনাশের হুমকি দিয়েছে জুয়ারীরা। এ ঘটনায় গতকাল শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের কতিপয় জুয়াড়ি প্রতিদিন জুয়ার আসর বসায়। তাদের বিরুদ্ধে থানায় জুয়া ছাড়াও অস্ত্র, গাঁজাসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। জুয়ারিরা প্রতিদিন ফান্দাউকের বিভিন্ন স্থানে প্রকাশ্যে জুয়ার আসর বসায়। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না।
সম্প্রতি ফান্দাউক গ্রামের খলিমউল্লাহ ভুইয়ার ছেলে ব্যবসায়ী ও যুবলীগ নেতা জানে আলম ভুইয়া সায়েম জুয়ার খেলার প্রতিবাদ করলে জুয়ারিরা গতকাল শনিবার সকালে সায়েমকে ফান্দাউক বাজারে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে তাকে অপহরণ করে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় সায়েম শনিবার রাতে ৬ জনের নাম উল্লেখ করে নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। (ডায়েরী নং-৭৮১, তারিখ-২৪-০৩-২০১৮)।