| মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 145 বার
সাড়ে পাঁচ কোটি টাকার চেক জালিয়াতির মামলায় অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) অফিসের কম্পিউটার অপারেটর আব্দুল আউয়াল সরকারকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দুপুরে জেলা জজ আদালত এলাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুমিল্লা অঞ্চলের উপপরিচালক আবুল কালাম আজাদ তাকে গ্রেফতার করেন। দুদক কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাড়ে পাঁচ কোটি টাকা চেক (বিলের চেক) জালিয়াতির অভিযোগে মামলা করেন। ওই মামলায় সওজ অফিসের কম্পিউটার অপারেটর আব্দুল আউয়ালকে একমাত্র সন্দেহজনক হিসেবে অভিযুক্ত করা হয়। পরে দুদকের কুমিল্লা অফিস বিষয়টি তদন্ত শুরু করে। এরই মধ্যে সওজ কর্তৃপক্ষ তার ব্যাংক হিসাব জব্দ, সাময়িক বরখাস্ত ও ধরিয়ে দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করেছে। গত ১৯ সেপ্টেম্বর সওজের পৃথক তিনটি চেকে নির্বাহী প্রকৌশলী ও হিসাব রক্ষকের স্বাক্ষর জাল করে কুমিল্লার জনৈক ঠিকাদারের নামে সোনালী ব্যাংক থেকে সাড়ে পাঁচ কোটি টাকার চেক ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া সড়ক বাজার শাখায় জমা দেন। পরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কর্তৃপক্ষ টাকার অংক বেশি হওয়ায় চেকগুলো যাচাই করতে সওজকে চিঠি দেয়। এতে চেক জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।