| বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 524 বার
গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক রিপোর্টিংয়ের জন্য আবারও জাতিসংঘ (ইউএনডিইএফ) সম্মাননা ২০১৬ পেলেন এনটিভির ব্রাহ্মণবাড়িয়া স্টাফ করেসপন্ডেন্ট শিহাব উদ্দিন বিপু। এ নিয়ে তিনি দ্বিতীয় বারের মত গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করলেন। গত বছর জাতিসংঘ গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক রিপোর্টিংয়ের জন্য সম্মাননা ২০১৫ পান তিনি। চলতি বছর দেশের ৬৪ জেলার সাংবাদিকদের মধ্যে রিপোর্টিং প্রতিযোগিতায় তিনি চতুর্থ স্থান লাভ করেন। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিউজ নেটওয়ার্কের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। গত জুন মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের কর্মমুখী শিক্ষার ওপর বিশেষ প্রতিবেদনের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক শামসুদ্দীন হায়দার। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক কাজী শহীদুজ্জামান সহ বিশিষ্টজনরা। এ বছর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সারা দেশ থেকে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন যাচাই-বাছাইয়ের জন্য দেশের প্রখ্যাত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড রিপোর্টের মান ও বিষয়াবলী বিশ্লেষণ করে দেশের আটজন মফস্বল সাংবাদিককে নির্বাচিত করেন। তাঁদের মধ্যে ছয়জন প্রিন্ট এবং দু’জন ইলেকট্রনিক মিডিয়ার। এর আগে ২০১৫ সালে জেলা প্রাথমিক শিক্ষার ওপর প্রতিবেদনের জন্য জাতিসংঘ গণতন্ত্র তহবিল সম্মাননা পান শিহাব উদ্দিন বিপু। তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।
প্রেস বিজ্ঞপ্তি
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |