ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 543 বার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা জেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বশিরুল হক ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা এস এম ইউসুফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব হারুনুর রশিদ. প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী সহ সকল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক সমাজের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।