| মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 1667 বার
সন্ত্রাসীদের হামলায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তিনি আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলামের উপর হামলাকারীদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য গতকাল সোমবার সন্ধ্যায় নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়াগ গ্রামের আবু নাছের ছেলে ও আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলামকে হত্যা করে সন্ত্রাসীরা।
(প্রেস বিজ্ঞপ্তি)