| শুক্রবার, ০২ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 215 বার
গত ১৬ অক্টোবর দিবাগত রাতে টি এ রোড শওকত ডাক্তারের গলির মুখে এ.সি.আই ঔষধ কোম্পানির সেলসম্যানকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়া ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নিকট থেকে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়। গত ৩১ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী সুমন ওরফে লম্বা সুমনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সে ছিনতাই ঘটনার সাথে জড়িত ছিল মর্মে স্বীকার করে বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারামতে জবানবন্দি প্রদান করে এবং তার অপর সহযোগীদের নাম ঠিকানা পরিচয় প্রকাশ করে। উক্ত ছিনতাইকারী সুমন প্রঃ লম্বা সুমনের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপরাপর ছিনতাইকারী মোঃ পরশ (২৪) পিতা- বাবুল মিয়া, সাং- কান্দিপাড়া বাবুল মিয়ার বাড়ি, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, আঃ হাকিম (২০) পিতা- মৃত কালু মিয়া, সাং- বলাকুট, থানা- নাসিরনগর, বর্তমানে সাং- ছয়বাড়িয়া, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, সুমন মিয়া প্রঃ খাটো সুমন (২৫) পিতা- মৃত আব্দুল সুধন, সাং- কান্দিপাড়া বাবুর বাড়ি, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিকট থেকে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা ঐ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করে।-প্রেস বিজ্ঞপ্তি