| রবিবার, ০৬ মে ২০১৮ | পড়া হয়েছে 283 বার
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন আগামী নির্বাচনে নৌকা র্মাকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। তিনি বলেন র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যে উন্নয়ন হয়েছে তা আর কোন সংসদ সদস্যের আমলে হয়নি। আমরা র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর দীর্ঘায়ূ কামনা করি এবং আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসন থেকে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে বিজয়ী করে এলাকার উন্নয়নের অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান। গত ৪ মে ২০১৮ইং বিকাল ৪ ঘটিকার সময় গজারি(ঈদগাহ সংলগ্ন) লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল এর বার্ষিক পুরস্কার, ক্রীড়া ও প্রয়াস মেধাবিকাশ প্রতিযোগিতায় বিজয়ীদের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার সনদ ও সম্মাননা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল এর প্রতিষ্ঠাতার পিতা আলহাজ্ব মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে তিনি আরো বলেন ছাত্র-ছাত্রীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ও জাতির কল্যাণ কাজ করতে হবে এবং সকল অভিভাবকগনকে তার সন্তানদের সঠিক সময়ে সঠিক পরিচর্চার আহবান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল ও প্রয়াস মেধাবিকাশ প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা এড. মোহাম্মদ জাকির হোসেন। সহকারী শিক্ষক আবু রাজিব ও আজিজ মিয়ার যৌথ উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডঃ সারোয়ার-ই আলম, ১৩ নং মাছিহাতা ইউপি চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল, এডঃ আনিসুর রহমান, এডঃ বদরুল আলম, দেলোয়ার হোসেন মুছা, শিশু মেম্বার প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি