বিজয়নগর ব্রাক্ষণবাড়ীয়া ; | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 660 বার
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইসলামপুর পলিটেকনিক ইনষ্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি রুবেল রানা এর বহিস্কার ও শাস্তির দাবী জানিয়ে সাধারণ ছাত্ররা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। এ সময়ে ঢাকা – সিলেট সড়কপথ যনবাহন চলাচল ব্যাহত হয়েছে ।
গত ৩ নভেম্বর সকাল সাড়ে ১০টায় পলিটেকনিক ইনষ্টিটিউট এর সাধারণ ছাত্ররা প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময়ে সড়ক পথে যানবাহন চলাচল ব্যাহত হয় । বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ সভাপতি রুবেল রানার বিচার দাবী করে বিভিন্ন শ্লোগান দেয় এবং প্লেকার্ড বহন করে । খবর পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যাক্তি বর্গ ও বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আলী আরশাদ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে এবং দায়ী ছাত্রনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। এরপর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।