| রবিবার, ১৮ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 81 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনির কামাল আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে অধস্তন আদালত ব্যবস্থাপনা শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় অষ্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে আজ ১৮ মার্চ ২০১৮ খ্রিঃ হতে আগামী ৩১ মার্চ ২০১৮ খ্রিঃ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় ২ সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করতে গতকাল ১৭ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাত্রা করেন। যাত্রাকালে তিনি প্রশিক্ষণ শেষে সুস্থভাবে দেশে ফিরে পুণরায় কর্মস্থলে যোগদান করতে পারেন সে লক্ষ্যে সকলের নিকট দোয়া কামনা করেন। উল্লেখ্য যে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অনুমতিক্রমে বিচার বিভাগীয় জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদ মর্যাদার ৩১ জন কর্মকর্তা উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহণ করছেন।-প্রেস বিজ্ঞপ্তি