বিশেষ সংবাদদাতা | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 430 বার
বিশিষ্ট চিত্র ও ভাস্কর্য শিল্পী এবং এক সময়ের রাষ্ট্রপতি পুরুষ্কার প্রাপ্ত কৃতি ফুটবলার মোঃ জহিরুল আলম বাবু শনিবার বিকেল ৪-৪০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডাস্থ আলিয়া মাদ্রাসা সংলগ্ন তার বাসভবন ৯৫৯ নং বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি……………রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকাস্থ গ্যাস্ট্রো লিভার হাসপাতালের আওতায় চিকিৎসাধীন ছিলেন। জহিরুল ইসলাম বাবু কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার সাবেক প্রিন্সিপাল কর্মকর্তা প্রয়াত চৌধূরী মোঃ মহিউদ্দিন আহাম্মেদের পুত্র। তাঁর গ্রামের বাড়ী জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামে। তিনি তাঁর মা, স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা এবং ২ ভাই ২ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধব রেখে গেছেন। শনিবার বাদ এশা পশ্চিম মেড্ডা জামে মসজিদের সামনে নামাজে জানাযা শেষে শহরের শেরপুরস্থ কবরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |